কোম্পানি সংবাদ

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক

Written by Pujibazar Express

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ রেজ্যুলেশন বাই সার্কুলেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি (Sonchoy Digital Bank PLC)। এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ঢাকা ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

About the author

Pujibazar Express

Leave a Comment