অর্থনীতি

নিউ ইয়র্কের ম্যানহাটনে বিনিয়োগ সম্মেলন শুরু

Written by sharebazarU

সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বিনিয়োগ সম্মেলনে এই কথা বলেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসইসি।

প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে সালমান এফ রহমান বলেন, “বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য ১০ বছরের জন্যে কর অবকাশ সুবিধা দেওয়া হচ্ছে। বিদেশি এবং প্রবাসী বিনিয়োগকারীদের জন্য উইন-উইন সিচ্যুয়েশন বিরাজ করছে।

“জাতীয় ও আন্তর্জাতিক সব সূচকেই বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতি আসছে। এতে প্রবাসীদেরও অশেষ অবদান রয়েছে তা স্বীকার করছি অকপটে এবং সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।“

বিনিয়োগ আকর্ষণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি বর্তমানে যুক্তরাষ্ট্রে রোড শো করছে।

 

এর অংশ হিসেবে সোমবার থেকে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে, যা চলবে ২ অগাস্ট পর্যন্ত। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটিতে হবে আরও তিনটি সম্মেলন।

সোমবার ম্যানহাটনের ইন্টারকন্টিনেন্টাল বার্কলে হোটেলের এম্পায়ার বলরুমে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এই বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের পুঁজিবাজার এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।

দুই পর্বে বিভক্ত এই সম্মেলনের প্রথমেই ছিল বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের নিয়ে আলোচনা। দ্বিতীয় পর্বে মার্কিন বিনিয়োগকারীরা অংশ নেন।

দ্বিতীয় পর্বে মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ লরেন্স এইচ. সামার্স বলেন, “সামনের দিনগুলোতে বাংলাদেশের উন্নয়নের ব্যাপক সম্ভাবনা থাকায় সেখানে ব্যবসা করার অনেক  সুযোগ তৈরি হতে পারে।“

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য খুব লোভনীয় জায়গা। এখানে বিনিয়োগ করলে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মুনাফা করার সুযোগ আছে।”

দিনব্যাপী সম্মেলনে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা প্রমুখ।

About the author

sharebazarU

Leave a Comment