কোম্পানি সংবাদ

নিটল ইন্স্যুরেন্সের জমি ক্রয়ের সিদ্ধান্ত

Written by sharebazarU

পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ পূর্বাচল নিউ টাউনের প্লট নং-১২২, রোড নং-১০৩, সেক্টর-০৩, জোট নং ২৩১৭-এ অবস্থিত ১০ কাঠা (১৬.৫০ ডেসিমেল) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি রূপগঞ্জ, নারায়ণগঞ্জের পূর্বাচল নিউ টাউনের এ জমিটি রেজিস্ট্রেশন, ভ্যাট, এআইটি ও অন্যান্য গ্রহণযোগ্য খরচ ব্যতীত সর্বমোট ২০.৭০ কোটি (প্রায়) টাকা ব্যয় হবে।

উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে জমিটি ক্রয় করবে এই কোম্পানি।

About the author

sharebazarU

Leave a Comment