পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ মার্চ,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
সূত্র অনুসারে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ২২ লাখ ৭০ হাজার টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ১৪ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৯ কোটি ৩০ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৬ কোটি ৬২ লাখ টাকা।
