পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির তিন প্রান্তিকেই কমেছে লাইফ ফান্ডের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২২)
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (ঘাটতি) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ৮৮ কোটি ৫২ লাখ টাকা। যা আগের বছর ছিল ৮৬ কোটি ৬১ লাখ টাকা।
এ সময় মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৭ কোটি ৬০ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭৪৮ কোটি ৯৩ লাখ টাকা। হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন,২২)
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (ঘাটতি) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা। যা আগের বছর ছিল ২১ কোটি ৯৫ লাখ টাকা।
এ সময় মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৮ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ২২ লাখ টাকা। হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর)
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (উদ্বৃত্ত) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ৩ কোটি ২৬ লাখ টাকা। যা আগের বছর ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা।
এ সময়ে মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৩ কোটি ২৬ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ৯ লাখ টাকা। হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।