এক্সক্লুসিভ

ফেসবুক পেজ খুলবে বিএসইসি

Written by Pujibazar Express

পুঁজিবাজারনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে একটি শ্রেণী প্রতাক চক্র। এই অপপ্রচার ও প্রতারণারোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ চালু করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, গুজব থেকে রক্ষাসহ বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিএসইসির নামে বিভিন্ন পেজ খুলে গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে একটি শ্রেণি প্রতারণা করে আসছে। এ চক্রের প্রতারণা রোধে বিএসইসি ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নিয়েছে।

বিএসইসি বলছে, সম্প্রতি দেখা গেছে বেআইনিভাবে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে ফেসবুকে https://www.facebook.com/bsecbangladesh ও https://www.facebook.com/SECBD/ পেজ ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সিকিউরিটিজের দর উত্থান-পতনে প্রভাবিত করার জন্য গুজব ছড়ানোর দায়ে মাহবুবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে।

About the author

Pujibazar Express

Leave a Comment