কোম্পানি সংবাদ

বাজারে আসছে ফু-ওয়াংয়ের মুড়ি

Written by sharebazarU

নতুন একটি প্রোডাকশন লাইন স্থাপন করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে বাজারে পাওয়া যাবে ফু-ওয়াং ব্র্যান্ডের মুড়ি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের ওই সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, গাজীপুরের বোকরানে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে ওই প্রোডাকশনলাইন স্থাপন করা হবে। এই লাইন স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। তাতে দৈনিক ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।

একই সভায় চলতি হিসাববছরের প্রথম ৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে নিরীক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে।

About the author

sharebazarU

Leave a Comment