আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৫১ কোম্পানির মোট ১ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৯ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বেক্সিমকো গ্রীণ সুকুক। যার পরিমান ৪৭ কোটি ৬০ লাখ টাকা। এদিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ আল-হাজ্ব টেক্সটাইল, ব্যাংক এশিয়া, ফরচুন সুজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে।