কোম্পানি সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ

Written by Pujibazar Express

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো শামীম আহম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. মোসাদ্দেক হোসেন, এসভিপি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. নাসিম আলম এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

About the author

Pujibazar Express

Leave a Comment