কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্স ও আমার টাকা’র মধ্যে চুক্তি স্বাক্ষর

Written by Pujibazar Express

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স ও আমার টাকা’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে আছে গ্রাহকগণ আমার টাকার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

লংকাবাংলা ফাইন্যান্স’র হেড অফ রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং ‘আমার টাকা’র ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহমুদ আল মারুফ তৌফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স’র হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত) তৌফিকুর রহমান, হেড অফ কার্ড অপারেশনস এ.বি.এম. ফারুক হোসেন, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস মোহাম্মদ আব্দুল জলিল খান এবং “আমার টাকা” থেকে মোঃ শাহরিয়ার ইসলাম, রেহেনুমা তাবাসসুম বারি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About the author

Pujibazar Express

Leave a Comment