আইপিও

লুব-রেফের আইপিও বণ্টনে লটারি মঙ্গলবার

Written by sharebazarU

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা লুব্রিক্যান্ট কোম্পানি লুব-রেফের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বণ্টনের লটারি হবে মঙ্গলবার।

বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে লটারি হবে বলে কোম্পানির সিএফও মফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর‌্যন্ত লুব-রেফের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে আবেদন করেন বিনিয়োগকারীরা।

সাধারন বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৭৫ কোটি টাকার শেয়ারর জন্য আবেদন পড়ে  প্রায় ১২ দশমিক ৩৯ গুণ।

About the author

sharebazarU

Leave a Comment