এক্সক্লুসিভ

লোকসান কমছে বিনিয়োগকারীদের

Written by Pujibazar Express

আজ ৫ জুন সপ্তাহের প্রথম কার্যদিবসে উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৪.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৪২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৩.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৫.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৭৩.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ১২৪টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৪০১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৭ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৫১.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১৫.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৫৫.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৯টির, কমে ১৪৬টির এবং অপরিবর্তিত রয় ৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৭.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৩৩৯টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৫৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৯৭ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৯৩.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৭৪৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৮২১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৭৩ টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment