সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৪ দশমিক ৬৭ শতাংশ।
অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ১২৪ শতাংশ। আর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ টাকা ৬০ পয়সা বা ৩ দশমিক ৭৭ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, বিকন ফার্মা, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, নাভানা ফার্মা ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।