সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০১ জানুয়ারি থেকে ০৫ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৫৯.৭৯ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৮৫ হাজর ৬০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৩.৬৬ শতাংশ। এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের সর্বচ্চো দর বেড়েছে ৯.৬১ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্সুরেন্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স , পপুলার লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।