সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০১ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ০৫ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডর ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন হয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫৪ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস , বাংলাদেশ শিপিংকর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।