আজকের সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

Written by Pujibazar Express

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, দর কমেছে ১৫৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৮২ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৮৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, দর কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৯ লাখ টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment