আজ ১২ জানুয়ারি, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়েই লেনদেন চলছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫০ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।
ডিএসইতে ২৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৬ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৫ টির।