এক্সক্লুসিভ

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

Written by Pujibazar Express

সপ্তাহের দ্বিতীয় কর্যদিবস মঙ্গলবার (২৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ দশমিক ৯০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৪৪২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, দর কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment