এক্সক্লুসিভ

সূচকের উত্থান, কমেছে লেনদেন

Written by Pujibazar Express

সপ্তাহের দ্বিতীয় কর্যদিবস সোমবার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে গত দিনের তুলনায় অনেকটাই কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮০ কোটি ৬১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৩৩ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ২৬৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment