আজ ১২ মার্চ, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ বেলা ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৬২ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫পয়েন্টে।
ডিএসইতে ২৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২৬ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ১৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।