আজ ০৯ জানুয়ারি, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়েই লেনদেন চলছে।ও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৮৮ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
ডিএসইতে ২৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮ টির।