আজকের সংবাদ

৩ ঘন্টায় লেনদেন ৫৬০ কোটি টাকা

Written by Pujibazar Express

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ৩ ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন দুপুর ১ টা পর্যন্ত ডিএসইতে ৫৬০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪১১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২ টির, দর কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৯০ লাখ ৯৪ হাজার টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment