পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ এপ্রিল, বৃহস্পতিবার বার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ৪ ও ৫ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিগুলো।
উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক, উত্তরা ব্যাংক লিমিটেড ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টক, রবি আজিয়াটা লিমিটেড ২ শতাংশ চূড়ান্ত ক্যাশ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ১২.৫০ শতাংশ ক্যাশ ৫ শতাংশ স্টক, ব্যাংক এশিয়া লিমিটেড ১৫ শতাংশ ক্যাশ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।