পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হবে ওষুধ ও রসায়ন খাতের আল-মদিন ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি এসএমই মার্কেটে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হবে। সে জন্য আজ ২০ মার্চ বিকাল ৪টায় ওয়েব শো এর আয়োজন করেছে। কোম্পানির দেওয়া ওয়েব শো আইডি ও পাসকোড ব্যবহার করে কোয়ালিফাইড ইনভেস্টররা অনুষ্ঠানে যোগদান করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে আল-মদিন ফার্মাসিউটিক্যালস ৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।