আজকের সংবাদ

পুঁজিবাজারে নারী ও বাদ পড়াদের অংশগ্রহণ বাড়াতে হবে-কমিশনার আব্দুল হালিম

Written by Pujibazar Express

দেশের পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ ২৫ শতাংশ। এছাড়া নীলফামারীসহ অনেক জেলার বিনিয়োগকারীদের একেবারেই অংশগ্রহণ নেই। এদেরকে বাজারে আনতে হবে। টেকসই অর্থনীতি গড়তে সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশনার মো. আব্দুল হালিম বলেন, যেসব জেলার মানুষেরা এখনো পুঁজিবাজারে আসেনি তাদেরকে আনতে হবে। পাশাপাশি নারী বিনিয়োগকারীদের সংখ্যা বাড়াতে হবে।

About the author

Pujibazar Express

Leave a Comment