কোম্পানি সংবাদ

৩৩ কোটি টাকা বিনিয়োগ করবে আমেরিকান টোব্যাকো বাংলাদেশ

Written by Pujibazar Express

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটবিসি) রুফটপ সোলার প্যানেল এবং স্টিম প্রি-সিজার ইউনিটে ও কোম্পানির ফাইবেক্স প্লান্টে অবকাঠামোগত উন্নয়নের জন্য বিনিয়োগ করবে। কোম্পানিটি এই প্রকল্পে ৩৩ কোটি ২১ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির সোলার প্যানেল সিস্টেমে বিনিয়োগ করলে ৫০ শতাংশ কার্বন-ডাই অক্সাইড নির্গমন কমাবে এবং ৫০ শতাংশ পুর্নবীকরণ বিদ্যুৎ ব্যবহারের যাত্রায় প্রবেশ করবে।

কোম্পানিটির ফাইবেক্স প্লান্টে বিনিয়োগ তামাক কণাকে রূপান্তরিত করবে;যা আগে তামাকের পাতার মত ব্যবহারযোগ্য কাঁচামাল ছিল।

প্রকল্পটিতে বিনিয়োগের জন্য বিএটিবিসির নগদ প্রবাহের উপর ভিত্তি করে নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক থেকে অর্থায়ন করা হবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির সাভারে কারখানায় সোলার প্যানেলের জন্য আনুমানিক ২৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া মানিকগঞ্জের ফাইবেক্স প্লান্টের জন্য ৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

About the author

Pujibazar Express

Leave a Comment