আজকের সংবাদ

সেনসেক্স ৫০ হাজার ছাড়ালো: এক নজরে বিশ্ব শেয়ারবাজার

Written by sharebazarU

 গেল সপ্তাহ ভালো যায়নি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। তবে এর চেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। এদিকে এশিয়ার শেয়ারবাজারের মধ্যে ভারতের সেনসেক্স ৫০ হাজার ছাড়িয়েছে।

নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  দু-একটি ছাড়া বেশিরভাগ শেয়ারবাজার দরপতন দিয়ে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৬ শতাংশ বা ১২৩.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪২০৭.৮৪ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫১ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.০৮ শতাংশ বা ৩.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৫৫.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৪৩ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ৬৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৭০.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৩১ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ২৪.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৩৭৫.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০.২৫ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের চেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০২ শতাংশ বা ১.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০১৮.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৩৬ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ৬৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৩৭.৫১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৪ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৪২. ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮৬.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০২ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ২৭২.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৯৭৫. পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৪ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  মিশ্র অবস্থায় সপ্তাহ সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ২১৯.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৩১৭.৮৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৩ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ৮.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৪৫৮.৪৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৫৪ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৫৮ শতাংশ বা ২০.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৮৬.৫৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১১ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯৭ শতাংশ বা ৯৭৫.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৫৪০.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৭১ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ৮.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১১৭.৮৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍২.০৬ শতাংশ বেড়েছে।

About the author

sharebazarU

Leave a Comment