এক্সক্লুসিভ

ছয় বছর ধরে শেয়ারে এক টাকা লভ্যাংশ এস আলমের

Written by sharebazarU

শেয়ার প্রতি আয় যাই হোক না কেন ২০১৫ সাল থেকে একই হারে লভ্যাংশ দিয়ে আসছে কোম্পানিটি। গত বছরের মতো এবারও যত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তত আয় হয়নি। কোম্পানির রিজার্ভ থেকে দেয়া হবে বাকি টাকা।

আগের পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল।

কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আগের বছরের তুলনায় আয় কিছুটা বাড়াতে পেরেছে। তার পরেও যে হারে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে, অতটা আয় হয়নি তাদের। আয়ের তুলনায় বাড়তি লভ্যাংশ দেয়া হবে কোম্পানির রিজার্ভ থেকে।

বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ চার মাস আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৫ পয়সা।

কোম্পানিটির আয় বাড়লেও সম্পদ খানিকটা কমে গেছে। ২০২০ সালের জুন শেষে শেয়ার প্রতি ১৯ টাকা ১ পয়সা সম্পদ ছিল। সেটি কমে এবার হয়েছে ১৮ টাকা ৮৯ পয়সা।

২০১৫ সাল থেকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় খুব একটা ভালো নয়। এই ছয় বছরে শেয়ার প্রতি সর্বোচ্চ ১ টাকা ২৫ পয়সা আয় হয় ২০১৮ সালে। তবে তা পরের বছরই কমে ১ টাকা ৫ পয়সা হয়ে যায়।

গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন দরের তুলনায় সর্বোচ্চ দর দ্বিগুণেরও বেশি। এই সময়ে শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা। আর শেয়ারদর সর্বোচ্চ দর ছিল ৪০ টাকা ৪০ পয়সা।

তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে দর সংশোধন শুরু হওয়ার পর থেকে শেয়ারদর অনেকটাই কমে আসে। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ছিল ৩৩ টাকা।

কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্তি রেকর্ড ডেট ঠিক করেছে আগামী ২৫ নভেম্বর। অর্থাৎ, কেউ লভ্যাংশ নিতে চাইলে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।

About the author

sharebazarU

Leave a Comment