আইপিও কোম্পানি সংবাদ

এনআরবিসি ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার বন্ডের অনুমোদন

Written by sharebazarU

পুৃজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংককে ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি।বিএসইসির ৮০০ তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে,এনআরবিসি ব্যাংক ৩০০ কোটি টাকার ৭ বছর মেয়াদী আনসিকিউর্ড, ননকনভার্টেবল, ফুল্লি রিডমেবল, ফ্লোটিং রেট, সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বিএসইসি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটি টায়ার-২ মূলধন শক্তিশালী করবে। বন্ডের অফার মূল্য ধরা হয়েছে এক কোটি টাকা।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ম্যানডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

উল্লেখ, বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডো তালিকাভুক্তির জন্য শর্ত আরোপ করা হয়েছে।

About the author

sharebazarU

Leave a Comment