আজকের সংবাদ

বেড়েছে শেয়ার দর ও লেনদেন

Written by Pujibazar Express

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৯৪ কোটি ৯৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ২৮৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন বেড়েছে ৯ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.০১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং  ডিএসই-৩০ সূচক ১০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৯ পয়েন্টে।

ডিএসইতে ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৩ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৮ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৩৩৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

About the author

Pujibazar Express

Leave a Comment