আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩২ কোটি ৬৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.০১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৯ পয়েন্টে। ডিএসইতে ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৪৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
