আইপিও

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও অনুমোদন

Written by sharebazarU

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিিট বুক বিল্ডিং পদ্ধতিতে এই অর্থ সংগ্রহ করবে।

বুধবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। এই অর্থ ব্যবসা স¤প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল্যারেটরিজের কাট অব প্রাইস এর ৩০% বা ২০ টাকা; দুটির মধ্যে যেটি কম সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট লিমিটেড।

শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

About the author

sharebazarU

Leave a Comment