এক্সক্লুসিভ

সূচকের পতনে লেনদেন শেষ

Written by sharebazarU

আজ বুধবার, ১৫ ফেব্রুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৮.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২২.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ২৯ লাখ ০৫ হাজার ২৬০টি শেয়ার ৮৬ হাজার ৬২২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৬.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ০৮ লাখ ১৭ হাজার ২৫১টি শেয়ার ৯১ হাজার ৬৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৩৪.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৯৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬১ লাখ ১৩ হাজার ১৯৩ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৬ কোটি ৮৫ লাখ ২১ হাজার ২২১ টাকা।

About the author

sharebazarU

Leave a Comment