পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য নতুন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি ৭ কোটি ১০ লাখ ইউরো (যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৮০ কোটি টাকা) বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ কোম্পানির নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। বাকী অর্থ আসবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
স্থানীয় বাজারের চাহিদা পূরণে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বিক্রি করার লক্ষ্যে উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে কোম্পানিটি।
