কোম্পানি সংবাদ

এমজেএলবিডি এলপিজি ট্যাংকার কিনবে

Written by Pujibazar Express

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএলবিডির পরিচালনা পর্ষদ নতুন বিল্ড ১১ হাজার সিবিএম প্রেসারাইজড এলপিজি ট্যাংকার কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি এলপিজি ট্যাংকার কিনতে কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ টাকা চুক্তি অনুমোদন করেছে।

এমজেএলবিডি আরও ১৫ লাখ টাকা অনুমোদন করেছে জাহাজ নির্মাণ ফি, কনসালটেন্সি ফি, পরিবর্তন খরচ, টেকওভার খরচ, আইনি ফি, অপরেশনাল খরচ এবং ভ্রমণ খরচ বাবদ।

About the author

Pujibazar Express

Leave a Comment