আজকের সংবাদ কোম্পানি সংবাদ

থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের দরই হবে ফ্লোর প্রাইস

Written by sharebazarU

শেয়ারবাজারে তালকাভুক্ত কোম্পানিগুলোর ঘোষিত বোনাস ও রাইট শেয়ার সমন্বয় পরবর্তী দর বা থিউরিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর যে দর সেটিই এখন থেকে সংশোধীত ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর) হিসেবে বিবেচিত হবে। আজ নেওয়ার কমিশনের ৭৬১তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতোদিন ফ্লোর প্রাইসের কারনে বোনাস বা রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে ঠিকমতো সমন্বয় হতো না। কারন এই ফ্লোরের কারনে বোনাস বা রাইট ইস্যু করা হলেও তা সমন্বয়ের মাধ্যমে কমার সুযোগ ছিল না। তবে সেই সমস্যা কাটিয়ে তুলতে বোনাস ও রাইট শেয়ার পরবর্তী সমন্বিত দরকে সংশোধীত ফ্লোর প্রাইস বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে বোনাস ও রাইট শেয়ার ঘোষণার রেকর্ড ডেট পরবর্তী ডাইলুশন প্রভাব বিবেচনায় কোম্পানির সমন্বিত মূল্য সংশোধিত ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হবে।

About the author

sharebazarU

Leave a Comment