মেয়াদ বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের (ইউপিজিডি) সাবসিডিয়ারি ইউনাইটেড এনার্জি লিমিটেডর অধীনে থাকা আশুগঞ্জ পাওয়ার প্লান্টের। আশুগঞ্জ ৫৩ মেঘাওয়াট পাওয়ার প্লান্টের এ মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে সরকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৩ মেঘাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর অনুমোদন করা হয়েছে।