কোম্পানি সংবাদ

ম্যাকসন্স টেক্সটাইলের শেয়ার কিনবে ম্যাকসন্স স্পিনিং

Written by sharebazarU

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড মেট্রো-ম্যাকসন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ কিনবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যমতে, ম্যাকসন্স টেক্সটাইলের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ১৫ কোটি টাকায় ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ শেয়ার তথা ১ কোটি ৫০ লাখ শেয়ার কিনবে।

জমি ও নগদ টাকার মাধ্যমে ম্যাকসন্স টেক্সটাইলকে শেয়ারের মূল্য পরিশোধ করবে ম্যাকসন্স স্পিনিং মিলস। আশুলিয়ার গৌরীপুরে ম্যাকসন্স স্পিনিং মিলসের মালিকানাধীন ১৯৪.৩৫ ডেসিমেল জমি এবং এর উপর নির্মিত ৩০ হাজার বর্গফুট আয়তনের ভবন ১২ কোটি ২৫ লাখ টাকা দাম ধরে শেয়ারের বিপরীতে ম্যাকসন্স টেক্সটাইলকে লিখে দেবে। এর বাইরে নগদে পরিশোধ করবে ২ কোটি ৭৫ লাখ টাকা।

সূত্র অনুসারে, ম্যাকসন্স টেক্সটাইল শতভাগ রপ্তানিমুখী একটি স্পিনিং মিল। এর নির্মাণাধীন কারখানায় ২৫ হাজার ৮২৪ টি স্পিন্ডল রয়েছে। কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা হবে ২৭ হাজার কেজি, বছরে যার পরিমাণ দাঁড়াবে ৯৮ লাখ ৫৫ হাজার কেজি। বছরে এই কারখানার সুতা বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে ২৫০ কোটি টাকা। ।

About the author

sharebazarU

Leave a Comment