কোম্পানি সংবাদ

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে রূপালী ইন্স্যুরেন্স

Written by sharebazarU

 পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ২৭ টাকা যা বেঁধে দেওয়া লিমিটের ১৭.৭৫% বেশি। কোম্পানিটির নিরীক্ষিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা,২০১৮ (SRO no. 280-Law/2018 dated 26 September, 2018) অনুযায়ী, গ্রস প্রিমিয়াম আয়ের প্রথম ১৫ কোটি টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ওপর ব্যবস্থাপনা ব্যয় নির্ধারণ করে দেওয়া রয়েছে। কিন্তু রূপালী ইন্স্যুরেন্স সেই বিধিমালা না মেনে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রূপালী ইন্স্যুরেন্সের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জিহাদুল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, গেল বছর কোভিড-১৯ এর কারণে আমাদের তেমন একটা ব্যবসা হয়নি। গ্রস প্রিমিয়াম অনেক কমে এসেছে। কিন্তু ব্যবস্থাপনা ব্যয় আগের মতোই হয়েছে। যে কারণে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখানো হয়েছে বলে জানান তিনি।

About the author

sharebazarU

Leave a Comment