প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীদের ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এছাড়া আইপিও আবেদনের জন্য নূন্যতম আবেদন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বৃহস্পতিবার বিএসইসির ৭৫৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র মতে, আইপিওতে সাধারন বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা উহার গুণিতক আবেদন করতে হবে।
এছাড়া কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের জন্য বিদ্যমান দুই দফায় সম্মতি পত্র দেওয়ার পরিবর্তে উভয়ের জন্য একসাথে সম্মতি পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের এসব সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে।