পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড প্রথম প্রান্তিক (জুলাই’-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার (২১ নভেম্বর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই-সেপ্টেম্বর’২০ অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানির কনস্যুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির কনস্যুলেটেড শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ৫৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির কনস্যুলেটেড শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ২৭ পয়সা।