কোম্পানি সংবাদ

ডমিনেজ স্টিলের আইপিও লটারির ফল প্রকাশ

Written by sharebazarU

আমাদের পুঁজিবাজার ডেস্ক:  আজ অনুষ্ঠিত হয়েছে ডমিনেজ স্টিলের আইপিও লটারির ড্র। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠান শুরু হয়। আইপিও লটারির ড্র অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

আইপিও লটারির ফলাফল দেখে নিন।

আমাদের পুঁজিবাজার ডেস্ক:  আজ অনুষ্ঠিত হয়েছে ডমিনেজ স্টিলের আইপিও লটারির ড্র। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠান শুরু হয়। আইপিও লটারির ড্র অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

আইপিও লটারির ফলাফল দেখে নিন।

আমাদের পুঁজিবাজার ডেস্ক:  আজ অনুষ্ঠিত হয়েছে ডমিনেজ স্টিলের আইপিও লটারির ড্র। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠান শুরু হয়। আইপিও লটারির ড্র অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

আইপিও লটারির ফলাফল দেখে নিন।

আমাদের পুঁজিবাজার ডেস্ক:  আজ অনুষ্ঠিত হয়েছে ডমিনেজ স্টিলের আইপিও লটারির ড্র। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠান শুরু হয়। আইপিও লটারির ড্র অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

আইপিও লটারির ফলাফল দেখে নিন।

RB DOMINAGE

NRB DOMINAGE

T_Code_DSE_CSE_MB

জানা যায়, ডোমিনেজ স্টিলেরে আইপিও আবেদন গত ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলে। কোম্পানির আইপিওতে প্রায় ২১ গুন আবেদন জমা পড়েছে।

তথ্যমতে, কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরন (বিএসইসি) কাছ থেকে কন্সেন্ট লেটার পেয়ে আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত ৭৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৯ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

About the author

sharebazarU

Leave a Comment