পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিলের শেয়ার মূল্যের ‘অস্বাভাবিক’ উঠা-নামার বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিষয়টি অনুসন্ধান করতে আজ বুধবার ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন-বিএসইসির উপ-পরিচালক সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক বনি আমিন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কমিটিকে কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ডেইলি শেয়ারবাজারকে বলেন, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড তালিকাভুক্তির পর অব্যাহতভাবে এর শেয়ার দর বেড়েছে। বর্তমানে পুঁজিবাজারের লেনদেন ভালো হচ্ছে। কিন্তু এ ভালো অবস্থায়ও কোম্পানিটির দর পতণ হচ্ছে। এই কারণ অনুসন্ধান করার জন্য কমিশন দুই সদস্য বিশিষ্ট কমিটি করেছে।