৩ বছরের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড। কোম্পানিটি ৩০ জুন, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (৩.২১) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (৩.৩৭) টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৭০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৭৫ টাকা।
আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে যথাক্রমে সকাল ১০টায়, সকাল সাড়ে ১১টায় এবং দুপুর ১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি।