আজকের সংবাদ

পতনের মধ্যেও চমক দেখাল জেমিনী সি ফুড এবং ফার্মা এইডস

Written by sharebazarU

আগেরদিনের ধারাবাহিকতায় আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এই পতনের মধ্যেও চমক দেখাল দুই কোম্পানি। লেনদেনের প্রথমভাগেই কোম্পানি দুটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। কোম্পানি দুটি হচ্ছে: জেমিনী সি ফুড এবং ফার্মা এইডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জেমিনী সি ফুড: আগের দিন কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২০৪ টাকা ৮০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১৩ টাকা ৯০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।

ফার্মা এইডস: আগের দিন কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৭৩ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬১৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ টাকা ৯০ পয়সা বা ৭.৪৯ শতাংশ।

About the author

sharebazarU

Leave a Comment