আজকের সংবাদ

পুঁজিবাজার থেকে উঠে গেল ফ্লোর প্রাইস

Written by sharebazarU

তৃতীয় ধাপে এসে পুঁজিবাজার থেকে পুরোপুরি ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) তুলে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ফ্লোর তুলে দেওয়াসহ সব কোম্পানির দর উত্থান-পতনের ক্ষেত্রে স্বাভাবিক সার্কিট ব্রেকার (সীমা) আরোপ করেছে বিএসইসি। ফলে আগামী রোববার ২০ জুন থেকে কোনো শেয়ারে মূল্যের উপর ফ্লোর প্রাইস থাকবে না।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস তুলে দেওয়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপনটি জারি করেছে।

 

এর আগে গত ৭ এপ্রিল ৬৬ কোম্পানির এবং গত ৩ জুন ৩০ কোম্পানির ফ্লোরপ্রাইস তুলে নিয়ে নির্দেশনা জারি করা হয়। আজ তৃতীয় দফায় অবশিষ্ট কোম্পানিগুলোর ফ্লোরপ্রাইস উঠিয়ে দেওয়া হয়েছে।

ফ্লোরপ্রাইসের কারণে দীর্ঘদিন ধরে বেশ কিছু কোম্পানির শেয়ারের কোনো কেনাবেচা হচ্ছে না।  জরুরি প্রয়োজন হলেও একজন বিনিয়োগকারী এসব শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতে পারছেন না। এ অবস্থায় শেয়ারগুলোকে লেনদেনযোগ্য করতে ফ্লোরপ্রাইস তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

About the author

sharebazarU

Leave a Comment