আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৭ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ২১৬ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ১৮ কোটি ৯২ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭.৪০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪০০ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭৮ টির, কমেছে ১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ২৮৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।