আজকের সংবাদ

বছরের সেরা ২০ হাউজের তালিকা প্রকাশ সিএসই

Written by sharebazarU

২০২১ সালের যেসব সিকিউরিটিজ হাউজ সেরা হয়েছে সেগুলোর তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষ স্থান দখল করে নিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। অন্যদিকে ডিলারের মধ্যে শীর্ষ স্থান দখল করে নিয়েছে গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলো হলো: লংকাবাংলা সিকিউরিটিজ, বী রিচ লিমিটেড, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, কবির সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কো: লি:, মিনহার সিকিউরিটিজ, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, ব্রাক ইপিএল ব্রোকারেজ লিমিটেড, সোহেল সিকিউরিটিজ, মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ, প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, এবি সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, গ্যালাক্সি ক্যাপিটাল, এস.আর ক্যাপিটাল, ইউসিবি স্টক ব্রোকারেজ, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড।

এছাড়া শীর্ষ ২০ ডিলার হাউজগুলো হলো: গ্যালাক্সি ক্যাপিটাল, প্রুডেনশিয়াল ক্যাপিটাল, সোহেল সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরটিজ, ফারইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরটিজ, ইবিএল সিকিউরিটিজ, আইএসপিআই সিকিউরিটিজ, এনবিএল সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, ওয়ান সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, কবির সিকিউরিটিজ, কিশওয়ার সিকিউরিটি ইনভেস্টমেন্ট, চিটাগাং সিকিউরিটিজ অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, বি.কে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ান লিমিটেড, ব্রাদার্স সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস, আহমেদ সিকিউরিটিজ সার্ভিস লিমিটেড এবং হাওলাদার সিকিউরিটিজ লিমিটেড।

About the author

sharebazarU

Leave a Comment