অনুসন্ধানী রিপোর্ট

বিনিয়োগকারীদের পাশে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Written by sharebazarU

শেয়ারবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং বিনিয়োগকারীদের পাশে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (০১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানিয়েছেন।

এদিন শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান।

বিএসইসি চেয়ারম্যান ব্যাংক আইনে বন্ড নিয়ে জটিলতার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়া বাজারের গতি বাড়াতে স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যবহার, ব্যাংক ও লিজিং কোম্পানির নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে জটিলতাসহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেন।

About the author

sharebazarU

Leave a Comment