ভয়াবহ দরপতনের কবলে পড়ে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের উল্টো যাত্রা শুরু হয়েছে।শেয়ারবাজারে ভয়াবহ দরপতনের কবলে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে অস্থিরতা, ক্ষোভ। পুঁজি হারিয়ে বিক্ষুব্ধ একদল বিনিয়োগকারী দরপতনের প্রতিবাদে মতিঝিলের রাস্তায় বিক্ষোভ করার চেষ্টা করছেন।
এদিকে শেয়ারবাজারে ভয়াবহ দরপতন হলেও তার কোনো যুক্তিসংগত কারণ খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা। পতনের প্রবণতা দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন। তবে তারা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা সংকট আর সুশাসনের অভাবে শেয়ারবাজারে এই দুরবস্থা দেখা দিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজারে যে বড় দরপতন হচ্ছে এর কোনো যুক্তিসংগত কারণ নেই। বিনিয়োগকারীরা হুজগে শেয়ার বিক্রি করছেন। অনেক ভালো কোম্পানির শেয়ার দাম এখন অনেক নিচে নেমে গেছে।
জ্ঞানভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার মতো ন্যূনতম আর্থিক যোগ্যতা না থাকাকেই পুঁজিবাজারের বিদ্যমান অস্থিরতার কারণ মনে করছেন বিনিয়োগকারীরা।